ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

একদিনে আসামের হাসপাতালে ৮ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৪, অক্টোবর ৬, ২০১৭
একদিনে আসামের হাসপাতালে ৮ শিশুর মৃত্যু

ঢাকা: ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য আসামে একদিনে একটি হাসপাতালে ৮ শিশুর মৃত্যু হয়েছে। 

চিকিৎসায় অবহেলা ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে এসব শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বারপেতা শহরের বাসিন্দারা।  

তবে স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, এক থেকে দুই মাস বয়সী শিশুদের ২৪ ঘণ্টার মধ্যে মারা যাওয়া একটি কাকতালীয় ঘটনা।

 

শুক্রবার (০৬ অক্টোবর) সকালে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।  

ভারতে সর্বোচ্চ শিশু মৃত্যুহারে আসামের অবস্থান দ্বিতীয়। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা বলেন, বারপেতার ফখরুদ্দিন আলী আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার পর্যন্ত পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আরও তিনজনের মৃত্যুর খবর জানায়।  

তিনি বলেন, চিকিৎসার অবহেলায় নয়, এসব শিশুর মৃত্যু হয়েছে নিও-নেটাল সংক্রান্ত জটিলতায়।  

‘আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি এবং শিশুদের শ্রেণিভিত্তিক সুচিকিৎসা দিতে বলেছি। ’

উল্লেখ্য, উত্তর প্রদেশে দু’টি হাসপাতালে প্রায় ২০০ শিশুর মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ০৭৩১ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।