ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে একবাড়িতে গুলিতে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩১, সেপ্টেম্বর ১১, ২০১৭
যুক্তরাষ্ট্রে একবাড়িতে গুলিতে নিহত ৮ গুলির ঘটনার পর বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি বাড়িতে গুলিতে অন্তত আটজন নিহত হয়েছে। এরমধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছে। আহত হয়েছে আরও দু’জন।

স্থানীয় সময় রোববার (১০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে টেক্সাসের উত্তরাঞ্চলের প্ল্যানো শহরের ওই বাড়িতে এই গুলির ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় মেলেনি।

প্ল্যানো পুলিশের মুখপাত্র ডেভিড টিলি জানিয়েছেন, গুলির খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। প্রথমে যে পুলিশ অফিসার যান, তিনি হামলাকারীকে লক্ষ্য করে গুলি করেন। পরে ঘটনাস্থল থেকে আটজনের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যম ওই হতাহত বা সন্দেহভাজন হামলাকারীর পরিচয় জানাতে না পারলেও বলেছে, তারা সবাই প্রাপ্তবয়স্ক ছিলেন।

পুলিশ এই ঘটনার কারণ জানতে পারেনি। তবে প্ল্যানোতে এ ধরনের ভয়াবহ গুলির ঘটনা অস্বাভাবিক জানিয়ে তারা বলছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।