ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৮, সেপ্টেম্বর ১, ২০১৭
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপন ঈদুল আজহা উদযাপন (সংগৃহীত ছবি)

ঢাকা: যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য়ের মধ্য দিয়ে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার (১ সেপ্টেম্বর) উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। বিভিন্ন দেশে ঈদের জামাতে মুসলিম উম্মাহ ও বিশ্বের শান্তি কামনা করে দোয়া করা হয়। বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়েছে ঈদ আনন্দের বার্তা।

মক্কার হারাম শরিফ, মদিনার মসজিদে নববিসহ বিভিন্ন প্রদেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এরপর নিয়ম মেনে পশু কোরবানি করা হয়।

ভোর থেকেই বাহারি পোশাকে ঈদের নামাজ আদায়ে বের হন সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ। ধনী-গরিব নির্বিশেষে সব শ্রেণির মানুষ এক কাতারে নামাজ আদায় করেন।  

 ঈদুল আজহা উদযাপন (সংগৃহীত ছবি)সিরিয়া, ইরাকসহ যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে প্রিয়জন হারানোর কষ্ট নিয়েই ঈদ উদযাপন করছেন হাজারো মানুষ।  

এছাড়া ইরান, তুরস্ক, বাহরাইন, ওমান কাতারসহ বিভিন্ন দেশে আনন্দ আয়োজনে চলছে ঈদ উদযাপন।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।