ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

৭০ শতাংশ স্বামী-স্ত্রীর ঝগড়া বাথরুম নিয়ে!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৯, আগস্ট ২, ২০১৭
৭০ শতাংশ স্বামী-স্ত্রীর ঝগড়া বাথরুম নিয়ে!

প্রায় ৭০ শতাংশ দম্পতির মধ্যে ঝগড়া বা তর্ক-বিতর্কের কারণ বাথরুম! গবেষণা করে এমনই তথ্য দিয়েছেন ভারতের গবেষকরা।

দেশটির হায়দ্রাবাদে প্লাম্বিং অ্যাসোসিয়েশনের ‘চেঞ্জিং ফেইস অব বাথরুম’ শিরোনামে সেমিনারে শৌচাগার নিয়ে নানামাত্রিক তথ্য তুলে ধরা হয়। যার প্রায় সবগুলোই অবাক করা।

এতে উঠে এসেছে, একজন মানুষ তার পুরো জীবনের অন্তত তিন বছর সময় কাটান শৌচাগারে। সেখানে বছরে গড়ে আড়াই হাজার বার যাওয়া হয়। এছাড়া প্রতিবছর বিশ্বের প্রায় ৭০ লাখ মানুষ তার মোবাইল ফোন হারান বা নষ্ট করেন এই বাথরুমেই।

বাথরুম এবং এর পরিবেশ নিয়ে ভারতের ৭০ শতাংশ স্বামী-স্ত্রীর ঝগড়া বাঁধে!

সেমিনারে বক্তারা বলেন, মানুষ যতই উন্নত হচ্ছে তার কাছে বাথরুমের গুরুত্ব বেড়েই চলেছে। আধুনিক হচ্ছে তার বাথরুম ও এর সার্বিক দিক।  ফলে খরচাও বাড়ছে।

বাংলাদেশ সময়: ০৬৫০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।