ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ফ্রান্সে মসজিদের সামনে বন্দুকধারীর হামলা, আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৬, জুলাই ৩, ২০১৭
ফ্রান্সে মসজিদের সামনে বন্দুকধারীর হামলা, আহত ৮

ফ্রান্সের দক্ষিণে একটি মসজিদের সামনে উপস্থিত জনতার উপর অর্তকিত গুলির ঘটনা ঘটেছে। এতে প্রাথমিক ৮ জন আহতের খবর জানা গেছে। 

ঘটনার পর দুই বন্দুকধারী পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, রেনল্ট ক্লিও এলাকার আরাহাম মসজিদের সামনে হুডি পরিহিত দুই ব্যক্তি অর্তকিত গুলি চালিয়ে পালিয়ে যায়।

তাদের একজনের হাতে হ্যান্ডগান, অপরজনের হাতে রাইফেল ছিলো।  

হামলাকারীদের একজন যখন গুলি চালাতে শুরু করেন তখন মসজিদের ভেতর থেকে আতঙ্কিত হয়ে অন্যরা বেরিয়ে আসেন। এ সময় তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। পালাতে গিয়ে জনতার পদদলিত হয়ে আহত হয়েছেন অন্তত ৮ জন।  

তবে কি উদ্দেশ্যে হামলাটি চালানো হয়েছে সে বিষয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া ‍যায়নি।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।