ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

লিবিয়া উপকূলে ৭১২ শরণার্থী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৯, জুন ২৬, ২০১৭
লিবিয়া উপকূলে ৭১২ শরণার্থী উদ্ধার জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই ভূমধ্যসাগর পাড়ি দেন শরণার্থীরা

লিবিয়ার রাজধানী ত্রিপলির উপকূল থেকে ৭১২ জন শরণার্থীকে উদ্ধারের দাবি করেছে আইরিশ নৌবাহিনী। যার মধ্যে গর্ভবতী নারী ও বেশ কয়েকটি শিশু রয়েছে। 

আয়ারল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। রোববার (২৬ জুন) দিনভর বেশ কয়েকটি নৌকার মাধ্যমে ত্রিপলি থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এ উদ্ধার কার্যক্রম চালানো হয়।

সংবাদমাধ্যম জানায়, উদ্ধার হওয়াদের মধ্যে ১৪ জন গর্ভবতী নারী ও চার মাসের কম বয়সী ৪টি শিশুকে ইতালীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ৬ জনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে, যার মধ্যে একটি শিশু।

কোনো ধরনের ‍অঘটন ছাড়াই এতো সংখ্যক শরণার্থীকে উদ্ধার করতে পারায় বেশ গর্বিত বোধ করছেন আইরিশ নৌবাহিনীর কমান্ডার ব্রায়ান ফিজগেরাল্ড। একইসঙ্গে অভিযানটিকে তিনি বেশ জটিল বলে উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।