ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে বোমা হামলায় পুলিশসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫৬, জুন ২৩, ২০১৭
পাকিস্তানে বোমা হামলায় পুলিশসহ নিহত ৫ পাকিস্তানে বোমা হামলা

পাকিস্তানের কোয়েটায় প্রাদেশিক পুলিশ প্রধানের কার্যালয়ের পাশে বোমা বিস্ফোরণে এক পুলিশসহ পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ জন।

শুক্রবার (২৩ জুন) সকালে এ বিস্ফোরণে একটি গাড়ি ধ্বংস হয় এবং আশপাশের ভবনের জানালার গ্লাস চূর্ণ হতে দেখা যায়।

সিভিল হাসপাতালের কর্মকতা আব্দুল ফারুক স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে বলেন, বোমা বিস্ফোরণে পুলিশসহ পাঁচ ব্যক্তি নিহত ও ১৪ জন আহত হয়েছেন।

আহতদের চিকিৎসা চলছে।

মোহাম্মদ আকবর নামে এক স্থানীয় পুলিশ কর্মকতা জানান, বোমা হামলায় একজন পুলিশ প্রাণ হারিয়েছেন। হামলাকারীরা প্রাদেশিক পুলিশ প্রধানের কার্যালয়ের চেকপোস্ট লক্ষ্য করে হামলা চালায়। এখনো হামলার বিস্তারিত জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
জিওয়াই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।