ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

জাতিসংঘের নতুন মহাসচিব আন্তোনিও গুতিয়েরেস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২৪, অক্টোবর ৭, ২০১৬
জাতিসংঘের নতুন মহাসচিব আন্তোনিও গুতিয়েরেস

ঢাকা: জাতিসংঘের নতুন মহাসচিব হয়েছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও গুতিয়েরেস। বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলে সর্বসম্মতিক্রমে তাকে এ পদে মনোনীত করা হয়।

আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদে তার ৫ বছর মেয়াদি মনোনয়ন অনুমোদন পাবে।    

 

শুরুতে নয়জন প্রার্থী জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য দৌড়ে থাকলেও শেষ পর্যন্ত গুতিয়েরেসই নির্বাচিত হলেন।

 

চলতি বছরের ৩১ ডিসেম্বর জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি মুনের মেয়াদ শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবেন ৬৬ বছর বয়সী এই পর্তুগিজ।

বাংলাদেশ সময়: ০৪২১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।