ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

কুন্দুজ দখলের চেষ্টা তালেবানদের!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৬, অক্টোবর ৩, ২০১৬
কুন্দুজ দখলের চেষ্টা তালেবানদের!

ঢাকা: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজে সংঘবদ্ধ হামলা চালিয়েছে তালেবানরা। চারদিক থেকে তারা একসঙ্গে আক্রমণ চালিয়ে কুন্দুজ শহরে প্রবেশ করেছে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা।

শের আলি কামাল নামে এক কমান্ডার জানান, রোববার (০২ অক্টোবর) দিনগত মধ্যরাতে তালেবান সদস্যরা শহরটিতে হামলা চালায়। বর্তমানে কুন্দুজ শহর ও আশপাশের এলাকায় একই পরিস্থিতি বিরাজ করছে।  

তবে তালেবান যোদ্ধাদের প্রচেষ্টা ব্যর্থ করতে আমরা পুরোদমে আমাদের অপারেশন অব্যাহত রেখেছি।

এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, একে-৪৭ রাইফেল, মেশিন গান, রকেট, গ্রেনেড নিয়ে পাঁচ তালেবান যোদ্ধা শহরটিতে প্রবেশ করে হামলা শুরু করে।  

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।