ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মেজর জেনারেলসহ ৫ জন নিয়ে থাই সেনা হেলিকপ্টার নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৭, আগস্ট ১৪, ২০১৬
মেজর জেনারেলসহ ৫ জন নিয়ে থাই সেনা হেলিকপ্টার নিখোঁজ

ঢাকা: থাইল্যান্ডে এক মেজর জেনারেলসহ পাঁচ আরোহীবাহী সেনাবাহিনীর একটি হেলিকপ্টার নিখোঁজ রয়েছে। এটির খোঁজে তৎপরতা শুরু করেছে সশস্ত্র বাহিনী।

রোববার (১৪ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার পর থেকে ইউএইচ-৭২ হেলিকপ্টারটি রাডারের আওতার বাইরে চলে যায়। তার ৩০ মিনিট আগে উড্ডয়ন করে হেলিকপ্টারটি।

মায়ানমার সীমান্তের পাই জেলায় বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে ফিতসানুলোকের ঘাঁটিতে ফিরছিলো হেলিকপ্টারটি।

সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল সোমসাক নিনবানজার্দকুন সাংবাদিকদের জানান, হেলিকপ্টারটি এখনও নিখোঁজ। এতে সেনাবাহিনীর ৪র্থ ইনফ্যান্ট্রি ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল নোপ্পোরন রুয়ানচনও রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।