ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

দু’বছর আগে নিহত স্ত্রী টিভি শো’তে, হতবাক স্বামী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৩, মার্চ ১৩, ২০১৬
দু’বছর আগে নিহত স্ত্রী টিভি শো’তে, হতবাক স্বামী ছবি: সংগৃহীত

ঢাকা: মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী নিহত হন। দু’চোখের জলে স্ত্রীর শেষকৃত্য করেছিলেন নিজ হাতেই।

এ ঘটনা বছর দুয়েক আগের। হঠা‍ৎ সেদিন টেলিভিশনে একটি লাইভ শো দেখে হতবাক ভদ্রলোক। শো’তে যে তার স্ত্রীকেই দেখানো হচ্ছে।

বিস্ময়ের ঘোরে সেদিন সাক্ষাৎকারটা ভাল করে দেখতে পর্যন্ত পারেননি ভদ্রলোক। পরে তিনি জানতে পারেন, টিভির সেই নারী বলেছেন, দু’বছর আগে তিনি ঠিকানা হারিয়েছেন। এমনকি স্বামীর নাম ও ঠিকানা হিসেবে যা বলেছেন তা পুরোপুরি মিলে যাচ্ছে ভদ্রলোকের সঙ্গে।

রোববার (১৩ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া এ খবরের শেষটা তখনও জানা যায়নি।

তবে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রশ্ন উঠেছে, নিজ হাতে যে স্ত্রীকে সমাহিত করলেন, তিনি কী করে হন টিভি শো’র এই নারী?

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।