ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

কুন্দুজ হামলার ভিডিও’র জন্য পুরস্কার ঘোষণা উইকিলিকস’র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৬, অক্টোবর ৯, ২০১৫
কুন্দুজ হামলার ভিডিও’র জন্য পুরস্কার ঘোষণা উইকিলিকস’র

ঢাকা: আফগানিস্তানের কুন্দুজে ‘ডক্টরস উইদাউট বর্ডারস’ নামের একটি সংস্থার পরিচালিত হাসপাতালে মার্কিন বিমান হামলার ভিডিও বা বিমানের ককপিটের অডিওর জন্য ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৪০ লাখ টাকা) পুরস্কার ঘোষণা করেছে উইকিলিকস।   

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উইকিলিকস তাদের ওয়েবসাইটে এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।



বিবৃতিতে উইকিলিকস জানায়, হাসপাতালে বিমান হামলা সম্পর্কিত তথ্য যেমন- হামলার ভিডিও, ককপিটের অডিও, তদন্ত প্রতিবেদন ছাড়াও সংশ্লিষ্ট তথ্যের জন্য উইকিলিকস ৫০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেবে।

কুন্দুজের হাসপাতাল হামালায় ব্যবহৃত মার্কিন যুদ্ধ বিমান এসি-১৩০তে হাই রেজুলেশনের ভিডিও ধারণকারী ক্যামেরা আছে উল্লেখ করে বিবৃতিতে আরও জানানো হয়, সামরিক নিয়ম অনুযায়ী, এসব ভিডিও এবং ককপিটের অডিও তারা সংরক্ষণ করে থাকে।  
 
এদিকে ভুলবশত এ বিমান হামলা হয়েছে উল্লেখ করে বুধবার (৭ অক্টোবর) রাতে ঘটনায় জন্য ক্ষমা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

উল্লেখ্য, গত শনিবার (৩ অক্টোবর) কুন্দুজের একটি হাসপাতালে মার্কিন বিমান হামলায় ২২ জন রোগী ও স্টাফের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৫
আরএম


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।