ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আরও চার হাজার শরণার্থী নেবে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৭, সেপ্টেম্বর ৪, ২০১৫
আরও চার হাজার শরণার্থী নেবে যুক্তরাজ্য ডেভিড ক্যামেরন / ছবি: সংগৃহীত

ঢাকা: আরও চার হাজার শরণার্থী নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এ দফায় শুধুমাত্র সিরীয় উদ্বাস্তুদের দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।



শুক্রবার (০৪ সেপ্টেম্বর) লিসবনে তিনি এ ঘোষণা দেন। তবে এ সময় তিনি ‘কয়েক হাজার’ শরণার্থী নেওয়ার কথা বলেন।

পরে জাতিসংঘর শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানায়, চার হাজার উদ্বাস্তুকে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

এর আগে পর্তুগিজ ও স্পেনের নেতাদের সঙ্গে ক্যামেরন অভিবাসী ইস্যুতে আলোচনা করেন।

ঘোষণায় ক্যামেরন বলেন, এরই মধ্যে ইউরোপে পৌঁছে যাওয়াদের মধ্যে থেকে নয়, জাতিসংঘ শিবিরে থাকা সিরীয় উদ্বাস্তুদের মধ্যে থেকেই এই অতিরিক্ত অভিবাসন প্রত্যাশীদের নেওয়া হবে।

আগামী সপ্তাহে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে উল্লেখ করে ক্যামেরন বলেন, সিরিয়ায় চলমান চার বছরের সংঘাতে যারা ঘড়বাড়ি ছাড়া হয়েছেন, তাদের আশ্রয় দেওয়া যুক্তরাজ্যের নৈতিক দায়িত্ব।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৫/আপডেট: ১৬৫০ ঘণ্টা
আরএইচ

** আরও অভিবাসন প্রত্যাশী নেবে যুক্তরাজ্য

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।