ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

কার্বন নিঃসরণ কমাতে বিশ্বনেতাদের প্রতি ওবামার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪১, সেপ্টেম্বর ১, ২০১৫
কার্বন নিঃসরণ কমাতে বিশ্বনেতাদের প্রতি ওবামার আহ্বান ছবি: সংগৃহীত

ঢাকা: কার্বন নিঃসরণ কমাতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

আলাস্কায় তিন দিনের সফরে থাকা ওবামা রাজধানী অ্যানকোরেজে আন্তর্জাতিক হিমবাহ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এ আহ্বান জানান।



তার দেশ যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশিরভাগ দেশই বৈশ্বিক উষ্ণায়ন রোধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না উল্লেখ করে বক্তব্যে তিনি বলেন, আমাদের এই গ্রহটাকে রক্ষায় পদক্ষেপ নেওয়ার এখনই সময়।

চলতি বছর ডিসেম্বরে বিশ্ব শক্তিগুলো জলবায়ু বিষয়ে প্যারিসে এক বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে। এতে বৈশ্বিক তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত কমিয়ে আনতে একটি চুক্তি স্বাক্ষরেরও কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৫
আরএইচ

** আমেরিকার সর্বোচ্চ পর্বতের নতুন নাম দিলেন ওবামা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।