ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে গ্যাস বিস্ফোরণ, ১০ শিশু সহ নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৩, আগস্ট ২৫, ২০১৫
আফগানিস্তানে গ্যাস বিস্ফোরণ, ১০ শিশু সহ নিহত ১১ সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতের একটি গ্যাস টার্মিনালে শক্তিশালী কয়েকটি বিস্ফোরণে ১০ শিশু সহ ১১ জন নিহত হয়েছে।

এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরো ১৮ জন।



সোমবার দিনগত রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যম জানায়।

স্থানীয় হাসপাতালের চিকিৎসক রফিক সিরাজাইয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, ওই শিশুরা গ্যাস টার্মিনাল সংলগ্ন ছিন্নমূলদের একটি আবাসিক ক্যাম্পে বসবাস করতো। বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে মৃত্যু হয় তাদের।

তবে এ বিস্ফোরণ কোনও দুর্ঘটনা না কি সন্ত্রাসী হামলা থেকে হয়েছে তা এখনও নিশ্চিত হতে পারেনি হেরাত প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৮০০৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
এসইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।