ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকে বিপণিবিতানে ভয়াবহ আগুন, নিহত অর্ধশত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৫, জুলাই ১৭, ২০২৫
ইরাকে বিপণিবিতানে ভয়াবহ আগুন, নিহত অর্ধশত

ইরাকের কুত শহরের একটি শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

 

বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। খবর বিবিসির।

স্থানীয় গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি জানিয়েছেন, মাত্র পাঁচ দিন আগে চালু হওয়া এই বিপণিবিতানটিতে আগুন লাগার ঘটনায় অধিকাংশ নিহতই নারী ও শিশু।

তিনি বলেন, বিপণিবিতানের মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আইএনএর প্রচারিত ভিডিওতে দেখা যায়, বহুতল ভবনের একাধিক তলায় দাউদাউ করে আগুন জ্বলছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা তা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অন্য কিছু ভিডিওতে ভবনের ছাদে আটকে পড়া মানুষের উপস্থিতি ও আগুনে পোড়া ভেতরের দৃশ্য দেখা গেছে।

আগুন এখন নিয়ন্ত্রণে থাকলেও হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।