ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

জো বাইডেনের ত্বকের ক্যানসার অস্ত্রোপচার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৮, সেপ্টেম্বর ৫, ২০২৫
জো বাইডেনের ত্বকের ক্যানসার অস্ত্রোপচার জো বাইডেন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি ত্বকের ক্যানসারের অস্ত্রোপচার করিয়েছেন। এমনটি জানিয়েছেন তার নারী মুখপাত্র।

 

তিনি জানান, বাইডেন মোহস সার্জারি (এমন একটি অস্ত্রোপচার, যেখানে ধাপে ধাপে ত্বক কেটে ক্যানসার পুরোপুরি বের করে নেওয়া হয়) সার্জারি করিয়েছেন।  

৮২ বছর বয়সী বাইডেনকে সম্প্রতি তার মাথার ডান পাশে একটি ক্ষত দেখা গিয়েছিল।

২০২৩ সালে বাইডেনের বুকের ক্যান্সারাক্রান্ত ত্বকের ক্ষত সারানো হয়েছিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালেই।

বাইডেন প্রেসিডেন্ট হওয়ার আগে ত্বকের কিছু ক্যানসার অপসারণ করিয়েছিলেন।

জানুয়ারির পর থেকে বাইডেন জনসমক্ষে বেশি আসছেন না, খুব কমই জনসভায় উপস্থিত থাকছেন।

বাইডেন দম্পতি দীর্ঘদিন ধরে ক্যানসারের বিরুদ্ধে লড়াই ও চিকিৎসার প্রচারণায় কাজ করে আসছেন।  

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।