ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

রানওয়ে থেকে ছিটকে সাগরে কার্গো প্লেন, হংকং বিমানবন্দরে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৭, অক্টোবর ২০, ২০২৫
রানওয়ে থেকে ছিটকে সাগরে কার্গো প্লেন, হংকং বিমানবন্দরে নিহত ২

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো প্লেন রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন।

 

স্থানীয় সময় সোমবার (২০ অক্টোবর) ভোর ৩টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে হংকং সরকার। দেশটিতে সাধারণত ভোরবেলাই কার্গো ফ্লাইট ওঠানামার সবচেয়ে ব্যস্ত সময়।

বিবিসির খবরে বলা হয়েছে, দুবাই থেকে আসা এমিরেটসের ফ্লাইট ইকে৯৭৮৮, যা অ্যারোট্রান্সকার্গো হিসেবে পরিচালিত হচ্ছিল, অবতরণের সময় রানওয়েতে থাকা একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এতে বিমানবন্দরের দুই কর্মী সাগরে পড়ে যান। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত রানওয়েটি তুলনামূলকভাবে নতুন। এটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যান্য রানওয়েগুলোর কার্যক্রম চালু রয়েছে।

হংকংয়ের ট্রান্সপোর্ট ও লজিস্টিকস ব্যুরো বিমানবন্দরে দুর্ঘটনার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় দুজন গ্রাউন্ড স্টাফের মৃত্যুতে আমরা দুঃখিত। তাদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করবে এবং বিমানবন্দর পরিচালনার নিরাপত্তা নিশ্চিত করতে সব ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে ১৯৯৯ সালের আগস্টে একটি প্রাকৃতিক দুর্যোগের সময় চায়না এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইট হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে। সে সময় তিনজন নিহত হন।

এমজে

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।