ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মিশরের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, ফিলিস্তিনিদের জোর করে সরিয়ে দেওয়া হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৩, সেপ্টেম্বর ৬, ২০২৫
মিশরের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, ফিলিস্তিনিদের জোর করে সরিয়ে দেওয়া হচ্ছে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে মিশর জানিয়েছে, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি কোনোভাবেই স্বেচ্ছায় নয়, বরং তাদের জোর করে সরিয়ে দেওয়া হচ্ছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেছেন, গাজায় মানুষসৃষ্ট দুর্ভিক্ষ তৈরি করে ফিলিস্তিনিদের তাদের জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) কায়রোয় এক সংবাদ সম্মেলনে আবদেলাত্তি বলেন, গাজার মানুষকে দুর্ভিক্ষের মুখে ফেলে সরতে বাধ্য করা হচ্ছে। এটিকে স্বেচ্ছায় বাস্তুচ্যুতি বলা একেবারেই অর্থহীন।

আবদেলাত্তি জানিয়েছেন, গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে তিনি বৈঠক করেছেন। বৈঠকে সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব বাস্তবায়নে প্রচেষ্টা জোরদারের বিষয়ে আলোচনা হয়। তিনি জোর দিয়ে বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে বিলম্ব ও ব্যর্থতার জন্য একমাত্র দায়ী ইসরায়েল।

এদিকে, গাজা সিটির বাসিন্দাদের দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এ প্রসঙ্গে মিশরের পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধবিরতি চুক্তিতে বিলম্বের জন্য সরাসরি ইসরায়েলকেই দায়ী করেন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি দাবি করেছেন, ফিলিস্তিনিদের অন্য দেশে যাওয়ার অধিকার রয়েছে। তিনি আরও বলেন, যুদ্ধের সময় প্রত্যেক মানুষের নিজে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, তিনি কোথায় থাকবেন।

এসআরএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।