ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

কানাডায় প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৩, আগস্ট ২৫, ২০১৫
কানাডায় প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৬ ছবি: সংগৃহীত

ঢাকা: কানাডার কুইবেক প্রদেশে ছোট একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়ে ছয় জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার জন ব্রিটেনের নাগরিক রয়েছেন।



রোববার প্লেনটি কুইবেকের ২৭০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলীয় তাদোসাক থেকে উড্ডয়ন করে একই প্রদেশের লা বার্গারনস এলাকার একটি জঙ্গলে বিধ্বস্ত হয়।

কুইবেক কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার সংবাদমাধ্যম জানায়, খারাপ আবহাওয়ার কারণে ‌প্লেনটি বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।

বিধ্বস্ত হওয়ার স্থল  লা বার্গারনসের প্রত্যন্ত এলাকায় হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হয় বলে জানায় উদ্ধারকারী দল।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
এসইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।