ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

হুথি নেতাদের লক্ষ্য করে আইএসের হামলা,নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৮, জুন ৩০, ২০১৫
হুথি নেতাদের লক্ষ্য করে আইএসের হামলা,নিহত ২৮ ছবি: সংগৃহীত

ঢাকা: ইয়েমেনের রাজধানী সানায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বোমা হামলায় ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন নারীও রয়েছেন।



সোমবার (২৯ জুন) মধ্যরাতে সানার একটি সামরিক হাসপাতালে গাড়ি বোমার মাধ্যমে এ হামলা চালানো হয়।

দেশটির অধিকাংশ অঞ্চল নিয়ন্ত্রণকারী শিয়া হুথি বিদ্রোহীদের নেত্বত্বদানকারী দুই ভাইই এ হামলার প্রাথমিক লক্ষ্য ছিলো বলে ধারণা করা হচ্ছে।

হামলার সময় হাসপাতালটিতে হুথি বিদ্রোহী নেতা ফয়সাল ও হামিদ জায়াচের পরিবার তাদের এক আত্মীয়ের মৃত্যুতে সমবেত হয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পরপরই হুথি বিদ্রোহীরা ওই এলাকার চারপাশে চলাচল বন্ধ করে দেয়।
 
এক অনলাইন বার্তায় হামলার দায় স্বীকার করেছে আইএস।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
টিআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।