ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মিশরে প্রসিকিউটরের গাড়িবহরে বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৫, জুন ২৯, ২০১৫
মিশরে প্রসিকিউটরের গাড়িবহরে বোমা হামলা

ঢাকা: মিশরে রাষ্ট্রীয় প্রসিকিউটরের গাড়িবহেরে বোমা হামলা হয়েছে। এ ঘটনায় শীর্ষ প্রসিকিউটর হিশাম বারাকাত ও তার দেহরক্ষী আহত হয়েছেন।



সোমবার (২৯ জুন) মিশরের রাজধানী কায়রোয় হেলিওপলিস জেলায় হামলার ঘটনাটি ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, প্রসিকিউটর হিশাম হালকা আহত হয়েছেন। তবে তার দেহরক্ষী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নেওয়া হচ্ছে।

বোমা হামলায় আর কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জুন ২৯, ২০১৫’
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।