ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

গ্রিনহাউজ গ্যাসের নির্গমন কমাতে ডাচ আদালতের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১০, জুন ২৪, ২০১৫
গ্রিনহাউজ গ্যাসের নির্গমন কমাতে ডাচ আদালতের নির্দেশ ছবি : সংগৃহীত

ঢাকা: গ্রিনহাউজ গ্যাসের নির্গমন কমাতে নেদারল্যান্ড সরকারকে নির্দেশ দিয়েছেন দেশটির এক আদালত। পরিবেশবাদীদের এক মামলার প্রেক্ষিতে আগামী ২০২০ সাল নাগাদ ২৫ শতাংশ ক্ষতিকর এ গ্যাস কমানোর আদেশ দেওয়া হয়।



রায় বাস্তবায়ন হলে বিশ্বের অন্যান্য দেশের জন্য এটি নজির হয়ে থাকবে।

পরিবেশবাদীরা ৯০০ জন ডাচ নাগরিকের পক্ষে মামলাটি করেছিল। তারা আদালতকে জানান, জলবায়ুর ক্ষতিকর প্রভাব থেকে নাগরিকদের রক্ষা করার দায়িত্ব সরকারের। এরপরই এমন রায় দেয় আদালত।

সরকারি দলের আইনজীবীরা হেগের ওই আদালতের রায়ের পর কোনো মন্তব্য করেনি।
নেদারল্যান্ডের গ্রিনপিস কর্মকর্তা জাসপার টিউলিংস এই মামলাকে ঐতিহাসিক বলে মত দেন।

তিনি বলেন, রায়টি ইউরোপের জন্য অভূতপূর্ব এবং অপ্রত্যাশিত। গ্রিনহাউজ গ্যাস কমানোর ব্যাপারে ডাচ সরকারের যে প্রতিশ্রুতি ছিল তার রক্ষা করা হয়েছে রায়ে।

খবরে বলা হয়, সরকার ইতোমধ্যে বায়ুচালিতমিল ও সৌর শক্তির ব্যবহার বৃদ্ধি করে কয়েল প্লান্ট বন্ধ করে দিতে সম্মত হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
কেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।