ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

সিস্টার নির্মলা আর নেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১২, জুন ২৩, ২০১৫
সিস্টার নির্মলা আর নেই

ঢাকা: মিশনারিজ অব চ্যারিটির সাবেক প্রধান সিস্টার নির্মলা আর নেই। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা শান্তিতে নোবেলজয়ী মাদার তেরেসার পর তিনি এর প্রধান হন।



মঙ্গলবার (২৩ জুন) স্থানীয় সময় সকালে ৮১ বছর বয়সে তিনি পরলোকগমন করেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

এক টুইট বার্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সিস্টার নির্মলার পরলোকগমনে আমরা শোকাহত। কলকাতা ও বিশ্ব তাকে মনে রাখবে।

মিশনারিজ অব চ্যারিটির এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, গত কয়েকদিন ধরেই সিস্টার নির্মলার শরীর ভালো যাচ্ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে তার স্বাস্থ্যের অবনতি হচ্ছিল।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানিয়েছে, সিস্টার নির্মলার মরদেহ আগামীকাল বুধবার (২৪ জুন) মাদার হাউজে আনা হবে। শেষকৃত্য অনুষ্ঠিত হবে একইদিন স্থানীয় সময় বিকাল ৪টায়। সিস্টারের প্রতি যারা সম্মান জানাতে চান, তাদেরকে মাদার হাউজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে।

১৯৯৭ সালে মাদার তেরেসার মৃত্যুর ছয় মাস আগে সিস্টার নির্মলা জোশি মিশনারিজ অব চ্যারিটির প্রধান নিযুক্ত হন। ২০০৯ সাল পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন। এ বছর তার স্থলাভিষিক্ত হন সিস্টার মেরি প্রেমা।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।