ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে জঙ্গি হামলায় ২০ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৯, জুন ১৩, ২০১৫
আফগানিস্তানে জঙ্গি হামলায় ২০ পুলিশ নিহত

ঢাকা: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে হেলমন্ড প্রদেশে জঙ্গি হামলায় ২০ পুলিশ সদস্য নিহত হয়েছেন।

শনিবার (১৩ জুন) দেশটির সেনা ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর প্রধান মোহাম্মাদ ইসমাইল হটকের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



মোহাম্মাদ ইসমাইল হটক জানান, হেলমন্ডের মুসা কালা জেলায় স্থানীয় সময় শনিবার ভোরে চেকপয়েন্টে হামলা চালায় তালেবান জঙ্গিরা।

এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ পুলিশ। সেই সঙ্গে পুলিশের প্রতিরোধের মুখে বেশ কয়েকজন তালেবান জঙ্গিও হতাহত হয়েছে বলে জানান তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত লড়াই চলছে জানিয়ে মোহাম্মাদ ইসমাইল আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পার্শ্ববর্তী জেলাগুলো থেকে সেনা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রওনা হয়েছে।

তালেবানের পক্ষ থেকে এ হামলার দায় স্বীকার করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুন ১৩, ২০১৫/ আপডেট: ১৩৩২ ঘণ্টা
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।