ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

অভিবাসী উদ্ধারে মার্কিন সেনাবাহিনীকে থাইল্যান্ডের অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪১, মে ২৯, ২০১৫
অভিবাসী উদ্ধারে মার্কিন সেনাবাহিনীকে থাইল্যান্ডের অনুমতি

ঢাকা: আন্দামান সাগরে ভাসমান অভিবাসীদের উদ্ধারে থাই এলাকা ব্যবহারে মার্কিন সেনাবাহিনীকে অনুমতি দিয়েছে থাইল্যান্ড সরকার।

শুক্রবার (২৯ মে) মার্কিন যুক্তরাষ্ট্রের সেনবাহিনীকে দেশটির কর্তৃপক্ষ এ অনুমতি দেয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



থাইল্যান্ড অনুমতি দেওয়ার আগ পর্যন্ত মালয়েশিয়ার সুবাং থেকে উদ্ধার তৎপরতা পরিচালনা করে আসছিল মার্কিন বাহিনী।

ব্যাংকক বৈঠকের প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় থাই পররাষ্ট্রমন্ত্রী থানাসাক পাতিমাপ্রাকর্ন বলেন, মার্কিন সেনাবাহিনীকে অনুমতি দেওয়া হয়েছে।

তিনি বলেন, তারা এখন থেকেই তাদের কার্যক্রম শুরু করতে পারে। তবে থাই বিমানবাহিনীর নেতৃত্বে চলমান কেন্দ্রীয় উদ্ধার তৎপরতাকেও তাদের সহয়তা দিতে হবে।

জাতিসংঘের শরথার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর দাবি, আন্দামান সাগরে এখনও ভাসমান অবস্থায় মানবেতর দিনযাপন করছে সাড়ে তিন হাজারেরও বেশি বাংলাদেশি ও মালয়েশিয়ার রোহিঙ্গা অভিবাসী।

ভাসমান অভিবাসীদের উদ্ধারে সিদ্ধান্ত গ্রহণসহ দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলে মানব পাচার রোধে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আঞ্চলিক সম্মেলন শুরু হচ্ছে শুক্রবার (২৯ মে)। সম্মেলনে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন, ভিয়েতনাম, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, পাপুয়া নিউ গিনি, শ্রীলংকা, পাকিস্তান, আফগানিস্তান ও ইরানের প্রতিনিধিরা অংশ নেবেন।

এছাড়া জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর, আন্তর্জাতিক অভিবাসী সংস্থা আইওএম, জাতিসংঘের অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমের (ইউএনওডিসি) প্রতিনিধিরা ব্যাংকক বৈঠকে উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মে ২৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।