ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ফিলিপাইনের দিকে ধেয়ে যাচ্ছে টাইফুন ‘নউল’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৮, মে ৭, ২০১৫
ফিলিপাইনের দিকে ধেয়ে যাচ্ছে টাইফুন ‘নউল’

ঢাকা: ফিলিপাইনের দিকে ধেয়ে যাচ্ছে টাইফুন ‘নউল’। আগামী ১০ মে নাগাদ এটি ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হানতে পারে।



এটি আরো ঘনীভূত হয়ে টাইফুন ‘ডলফিন’ এ রুপান্তরিত হয়ে সামনের দিনগুলোতে উত্তর পশ্চিমে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে নেভি ও এয়ারফোর্স পরিচালিত ইউএস জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার। যা, জাপানের জন্যও হুমকি হতে পারে।

এদিকে পশ্চিম প্রশান্ত মহাসাগরে ঘনিভূত হওয়া টাইফুন ‘নউল’র আঘাতে ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় লুজনে ভূমিধসের আশঙ্কা করছে ইউএস জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার।

বিশ্বের সবচেয়ে দুর্যোগপ্রবণ দেশটিতে ২০১৪ সালে আঘাত হানা সুপার টাইফুন ‘হাইয়ান’র মতো শক্তিশালী হবেনা ‘নউল’। তবে আবহাওয়াবিদরা একে ক্যাটাগরি ৪ টাইফুন বলছেন।

আঘাতের সময় ‘নউল’র বাতাসের গতিবেগ হবে ঘণ্টায় সর্বোচ্চ ১২৫ মাইল। টাইফুনের আঘাতে রাজধানী ম্যানিলায় তেমন কোনো ক্ষতির সম্ভাবনা নেই। তবে ‘নউল’র চেয়ে বড় ও শক্তিশালী হবে টাইফুন ‘ডলফিন’।  

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, মে ০৭, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।