ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে ভূমিধসে নিহত ৫২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৩, এপ্রিল ২৮, ২০১৫
আফগানিস্তানে ভূমিধসে নিহত ৫২

ঢাকা: আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশে ভূমিধসে অন্তত ৫২ জন নিহত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) তাজিকিস্তান সীমান্তবর্তী এই প্রদেশের খাওহান জেলায় ভূমিধসের ঘটনাটি ঘটেছে বলে প্রাদেশিক গভর্নর ওয়ালিউল্লাহ আদীবের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

এ ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে।

আক্রান্ত এলাকা একটি প্রত্যন্ত অঞ্চল জানিয়ে ওয়ালিউল্লাহ বলেন, ওই এলাকা প্রাদেশিক রাজধানী ফাইজাবাদ থেকে প্রায় দুইশ’ কিলোমিটার দূরে অবস্থিত।

রাস্তাঘাট সব বরফে আবৃত বলে স্থলপথে সেখানে পৌঁছানোর কোনো উপায় নেই বলেও এ সময় জানান গভর্নর।

তিনি বলেন, উদ্ধার কাজে হেলকিপ্টার ছাড়া কোনো উপায় নেই।

এর আগে গত বছর মে মাসে একই এলাকায় অপর এক ভূমিধসে অন্তত সাড়ে তিনশ’ মানুষ নিহত হয় বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫/আপডেট: ১৬৫৮ ঘণ্টা
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।