ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

কাঠমাণ্ডুতে নিহত চার, এয়ারপোর্ট বন্ধ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৯, এপ্রিল ২৫, ২০১৫
কাঠমাণ্ডুতে নিহত চার, এয়ারপোর্ট বন্ধ ছবি: সংগৃহীত

ঢাকা: একের পর এক ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠছে  দক্ষিণ এশিয়ার দেশ নেপাল। প্রাথমিকভাবে ৭.৯ মাত্রার ভূমিকম্পের আঘাতের পর ৫.১ ও ৬.৬ মাত্রাসহ  আরো কয়েকটি ভূমিকম্প আঘাত হেনেছে দেশটিতে।



এদিকে, ভূমিকম্পের আঘাতে দেশটিতে এখন পর্যন্ত চারজনের প্রাণহানির খবর জানা গেছে। ধসে পড়েছে বহু বাড়িঘর। বিমানবন্দরসহ বিভিন্ন রাস্তাঘাট বন্ধ রয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বেলা ১২টা ১১ মিনিটে (বাংলাদেশ সময়) ৭.৯ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী কাঠমাণ্ডুর অদূরে পোখরার কাছে লামজুং। এর ২৬ মিনিট পর দ্বিতীয় এবং ৮ মিনিট পর তৃতীয় ভূমিকম্পটি আঘাত ‍হানে। এরপর আরো গোটা কয় পরাঘাত আঘাত হেনেছে দেশটিতে।

দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে হলেও তৃতীয়টির উৎপত্তিস্থল সেই লামজুং বলে জানিয়েছে ইউএসজিএস।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
জেডএস/জেএম

** উৎপত্তিস্থল নেপালে ভূমিকম্পের মাত্রা ৭.৯

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।