ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মার্কিন মায়ের কাণ্ড

দুই শিশুকে হত্যা করে লাশ ডিপফ্রিজে !

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৩, মার্চ ২৫, ২০১৫
দুই শিশুকে হত্যা করে লাশ ডিপফ্রিজে !

ঢাকা: যুক্তরাষ্ট্রের এক নারীর বিরুদ্ধে গর্ভজাত দুই শিশুকে হত্যা করে তাদের লাশ ডিপ ফ্রিজে রাখার অভিযোগ পাওয়া গেছে।

ডেট্রয়ট নগরীর পুলিশ মঙ্গলবার ওই নারীর বাড়িতে তল্লাশি চালিয়ে ডিপফ্রিজের ভেতর প্লাস্টিকে মোড়ানো ওই নারীর ১১ বছর বয়সী ছেলে এবং ১৪ বছর বয়সী মেয়ের লাশ উদ্ধার করে।



এছাড়া ১১ ও ১৭ বছর বয়সী অপর দুই ছেলে মেয়েকে প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার করা হয়।

এক প্রতিবেশী জানান, ডিপফ্রিজে উদ্ধার হওয়া দুই শিশুকে এক বছরের বেশি সময় ধরে দেখেননি তারা। ধারণা করা হচ্ছে হত্যা করে এতদিন ডিপফ্রিজে লাশ লুকিয়ে রেখেছিলেন তাদের মা।
 
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।