ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইরান-ইসরায়েল সংঘাতের পর প্রথমবার জনসমক্ষে আলী খামেনি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৩, জুলাই ৬, ২০২৫
ইরান-ইসরায়েল সংঘাতের পর প্রথমবার জনসমক্ষে আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

দখলদার ইসরায়েল গোষ্ঠীর বিরুদ্ধে ১২ দিন সংঘাতের পর প্রথমবার জনসমক্ষে এসেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

শনিবার (৫ জুলাই) তেহরানের ইমাম খোমেনি মসজিদে আশুরা উপলক্ষে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে তাকে দেখা যায়।

আলী খামেনিকে তার জনগণের উদ্দেশে হাত নাড়তে ও তাদের ডাকে সাড়া দিতে দেখা গেছে।  

ইরান-ইসরায়েল সংঘাত শুরুর পর আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে নেওয়া হয়। তিনি কোথায় ছিলেন, কেউ জানত না। জনসম্মুখে না এসে এই নেতা বিভিন্ন বক্তব্য দিয়েছিলে, যা ছিল রেকর্ড করা। তবে শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, তিনি মসজিদে প্রবেশ করলে উপস্থিত জনতা উঠে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকে।

গত ১৩ জুন শুরু হওয়া এই সংঘাতকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের পক্ষ নিয়ে গত ২২ জুন ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা জানি খামেনি কোথায় আছেন, তবে এখনই তাকে হত্যার পরিকল্পনা নেই।

এরপরে কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। ২৬ জুন খামেনি রেকর্ড করা বক্তব্য প্রকাশ করা হয়। এতে তিনি বলেন, আমরা আমেরিকার মুখে চপেটাঘাত করেছি।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।