এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিন অর্থনীতিবিদ। উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য পুরস্কৃত এ তিনজন হলেন জোয়েল মোকির, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।
সোমবার (১৩ অক্টোবর) রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি স্টকহোমে এক সংবাদ সম্মেলনে বিজয়ী হিসেবে তিনজনের নাম ঘোষণা করে।
পরে এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোকির পুরস্কৃত হচ্ছেন ‘প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্তগুলো চিহ্নিত করার জন্য’। আর আগিয়োঁ ও হাওইট পুরস্কৃত হচ্ছেন ‘সৃজনশীল বিনাশ প্রক্রিয়ার মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্ব দেওয়ার জন্য’।
মোকির হলেন যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক। হাওইটও একই দেশের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের ব্রাউন ইউনিভার্সিটির অধ্যাপক। আর আগিয়োঁ ফ্রান্সের কলেজ দ্য ফ্রান্স অ্যান্ড ইনসিড ও যুক্তরাজ্যের দ্য লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক।
নোবেল পুরস্কারের বরাদ্দ এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন তারা। এর মধ্যে মোকির পাবেন অর্ধেক। বাকি অর্ধেক অর্থ অন্য দুজন ভাগ করে নেবেন।
গত বছরও অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন তিনজন। তারা হলেন ডেরন আসেমোগ্লু, সাইমন জনসন ও জেমস এ রবিনসন। প্রতিষ্ঠান কীভাবে গঠিত হয় এবং কীভাবে তা সমৃদ্ধিকে প্রভাবিত করে, সেই গবেষণার জন্য তারা সেবার পুরস্কৃত হয়েছিলেন।
আগামী ১০ ডিসেম্বর সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সুইডেনের স্টকহোমে জাঁকালো আয়োজনে বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হবে।
এইচএ/