ঢাকা, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাহামাতে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৪
বাহামাতে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯

ঢাকা: বাহামা দ্বীপপুঞ্জে একটি ছোট আকারের উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নয়জন মারা গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার স্থানীয় সময় বিকেল পাঁচটায় লেয়ার ৩৬ এক্সক্লুসিভ যেট উড়োজাহাজটি ফ্রিপোর্টে অবতরণ করার সময় বিধ্বস্ত হয়।



দেশটির পরিবহন এবং বিমান চলাচল মন্ত্রণালয় জানায়, ফ্লোরিডা থেকে প্রায় ৭০ মাইল পূর্ব দিকে বাহামা দ্বীপপুঞ্জের রাজধানী নাসাউ থেকে ছেড়ে আসে উড়োজাহাজটি। অবতরণের সময় বিধ্বস্ত হলে এতে থাকা প্রত্যেকেই মারা যান। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

ওই অঞ্চলে ভারী ব‍ৃষ্টিপাত হলেও দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি কর্তৃপক্ষ। সোমবার দুর্ঘটনার কারণ সম্পর্কে তদন্ত করা হবে বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ০৭৪৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।