ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ইসরায়েলের তীব্র হামলায় গাজা সিটির জরুরি সেবা বাধাগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১০, আগস্ট ১৬, ২০২৫
ইসরায়েলের তীব্র হামলায় গাজা সিটির জরুরি সেবা বাধাগ্রস্ত

গাজা সিটির সৈতুন এলাকায় বাসিন্দারা ব্যাপক ইসরায়েলি হামলার মুখে পড়েছেন। ইসরায়েলি সেনারা এই এলাকায় বড় ধরনের অভিযান চালানোর পরিকল্পনা গ্রহণ করার পাশাপাশি জরুরি সহায়তা কর্মীদেরও আহতদের কাছে পৌঁছানো থেকে বাধা দিচ্ছে।

গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল আল জাজিরাকে জানিয়েছেন, শুক্রবার ইসরায়েলি সেনারা আহতদের কাছে পৌঁছানোর চেষ্টা করা জরুরি সেবার যানবাহনগুলোয় গোলাবর্ষণ করেছে। একই সঙ্গে ইসরায়েলের কোয়াডকপ্টার থেকে এলাকায় লিফলেট ফেলা হয়েছে, যেখানে বাধ্যতামূলকভাবে স্থানান্তর হওয়ার হুমকি দেওয়া হয়েছে। স্থানীয়রা পূর্বাঞ্চলের ওই অংশ ত্যাগ করার নির্দেশ পেয়েছেন, যেখানে শতাধিক ঘর ধ্বংস হয়েছে।

দেইর এল-বালাহ থেকে আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজউম জানিয়েছেন, ইসরায়েলি সেনারা ‘ভারী আর্টিলারি ড্রোন ও ফাইটার জেট’ ব্যবহার করছে। গাজা সিটির চারটি এলাকায় ‘রাত-দিন অব্যাহত বোমাবর্ষণ’ দেখা গেছে। শহরের বেসামরিক জীবন ধ্বংসের লক্ষ্যে এমন ‘খুনি খেলায়’ মেতেছে ইসরায়েল। এ অভিযান নাগরিকদের কখনো ফিরিয়ে নেওয়া যাবে না, তা নিশ্চিত করার জন্য সম্পূর্ণ পরিকল্পিত।

গাজা সিটিতে সামরিক অভিযান জোরদার হওয়ার সঙ্গে সঙ্গে অন্য অংশেও হামলা অব্যাহত রয়েছে। চিকিৎসা সূত্রে জানা গেছে, সর্বশেষ হামলায় ৪৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৬ জন সাধারণ মানুষ, যারা পরিবারকে খাদ্য ও সহায়তা পৌঁছে দিতে চাচ্ছিলেন।

হামলায় দুটি হাসপাতালও আক্রান্ত হয়েছে। আল শিফা হাসপাতালে একজন নিহত হয়েছেন। হাসপাতালটি যুদ্ধকালে বহুবার বোমাবর্ষণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দেইর এল-বালাহর আল-আকসা হাসপাতালে অন্তত দুইজন নিহত হয়েছেন, যেখানে হামলার আগে একদল ইসরায়েলি ড্রোন হাসপাতালের উপরে উপস্থিত ছিল।

এই হামলার ফলে গাজা শহর ও আশেপাশের এলাকা এখন বেসামরিক মানুষের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। জরুরি সহায়তা কর্মীরা নিত্যদিনের মতো জীবন রক্ষা ও আহতদের চিকিৎসার প্রচেষ্টা চালাচ্ছেন, কিন্তু ইসরায়েলি হামলার কারণে তাদের কাজ কঠিন হয়ে পড়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার সবচেয়ে বড় শহর দখল করে হাজারো ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের চেষ্টা করছেন। ফলে গাজায় বন্দি পরিবারের সদস্যরা, নিরাপত্তা সংস্থা এবং বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা তীব্র সমালোচনা করছে।

সূত্র: আল জাজিরা

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।