ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা ৩০০ ছাড়ালো

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, আগস্ট ১৬, ২০২৫
পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা ৩০০ ছাড়ালো ছবি: সংগৃহীত

উত্তর পাকিস্তানে ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধস এবং আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা কমপক্ষে ৩২১ জনে দাঁড়িয়েছে। এ তথ্য জানিয়েছে দেশটির দুর্যোগ কর্তৃপক্ষ।

দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, ৩০৭ জন উত্তর-পশ্চিম পাকিস্তানের পাহাড়ি খাইবার পাখতুনখোয়া প্রদেশে, পাঁচজন গিলগিট-বালতিস্তানের উত্তরাঞ্চলে এবং নয়জন পাকিস্তান-শাসিত কাশ্মীরে।

এর আগে, কর্তৃপক্ষ জানিয়েছিল খাইবার পাখতুনখোয়া প্রদেশের বন্যা কবলিত বুনের জেলায় ২২৫ জন মারা গেছেন।

এর আগে, কর্তৃপক্ষ জানিয়েছিল খাইবার পাখতুনখোয়া প্রদেশের বন্যা কবলিত বুনের জেলায় ২২৫ জন মারা গেছেন।

আকস্মিক এ বন্যায় অধিকাংশের মৃত্যু হয়েছে এবং ঘরবাড়ি ধসে, তাদের মধ্যে ১৫ জন নারী এবং ১৩ জন শিশু রয়েছে। কমপক্ষে ২৩ জন আহত হয়েছেন।

দেশটির সরকার জানিয়েছে, বন্যা কবলিত প্রদেশে উদ্ধার অভিযানে থাকা একটি হেলিকপ্টার খারাপ আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয়েছে, এতে পাঁচজন ক্রু সদস্য নিহত হয়েছেন। হেলিকপ্টারটি একটি সামরিক বিমান ছিল। যেসব এলাকায় পৌঁছানো কঠিন, সেখানে মানুষদের সাহায্য করার জন্য হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল।
 

সূত্র: আল-জাজিরা

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।