ভারতে এসে হার্ট অ্যাটাক করে মারা গেছেন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা রাইলা ওদিঙ্গা।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ভারতের কেরালা রাজ্যে চিকিৎসাধীন অবস্থায় আফ্রিকার রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব রাইলা ওদিঙ্গার মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) স্থানীয় পুলিশ ও কেরালার দেবমাথা হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সকালে হাঁটার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
কেরালার এরনাকুলামের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণন এম বলেন, সকালের দিকে তিনি তার বোন, মেয়ে, ব্যক্তিগত চিকিৎসক এবং ভারত ও কেনিয়ার নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে হাঁটছিলেন। এ সময় তিনি হঠাৎ পড়ে যান। দেবমাথা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রাইলা ওদিঙ্গাকে মৃত ঘোষণা করেন।
ওদিঙ্গার কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারাও তার মৃত্যুর খবর নিশ্চিত করে সংবাদ সংস্থাগুলোকে জানিয়েছে, সম্প্রতি তিনি কেরালার কোচি শহরে চিকিৎসা নিচ্ছিলেন।
রাইলা ওদিঙ্গা কেনিয়ার রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। ১৯৯৭ থেকে ২০২২ সাল পর্যন্ত পাঁচবার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েও তিনি জয়ী হতে পারেননি। তবে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত কেনিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
কেনিয়ার রাজনৈতিক অঙ্গনে বিরোধী শক্তির প্রতীক হিসেবে পরিচিত ছিলেন ওদিঙ্গা। তিনি দেশটির স্বাধীনতা সংগ্রামী জোমো কেনিয়াত্তার সরকারের পর থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সংস্কারের লড়াইয়ের অন্যতম নেতা হিসেবেও পরিচিত ছিলেন।
রাইলা ওডিঙ্গার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কেনিয়ার রাজধানী নাইরোবির অভিজাত কারেন এলাকার তার বাসভবনে যান দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। এ ছাড়া শত শত সমর্থক ওডিঙ্গার বাসভবনের বাইরে জড়ো হয়ে শোক প্রকাশ করেন। অনেকেই কান্নায় ভেঙে পড়েন, কেউ কেউ হাতে ডালপালা নেড়ে প্রার্থনা করেন।
ওদিঙ্গার মৃত্যুতে কেনিয়ার বিরোধী রাজনীতিতে বড় ধরনের নেতৃত্ব শূন্যতার আশঙ্কা দেখা দিয়েছে, বিশেষ করে ২০২৭ সালের সাধারণ নির্বাচনের আগে।
এমজে