গত ২৪ ঘণ্টায় বিশ্বের সবচেয়ে উষ্ণ পাঁচ শহরের মধ্যে স্থান পাওয়া চারটিই ইরানের খুজেস্তান প্রদেশের। আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট ওজিমেটের সর্বশেষ তথ্য অনুযায়ী, খুজেস্তানের রাজধানী আহওয়াজে গতকাল (১৬ আগস্ট) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা বিশ্বে সর্বোচ্চ।
আহওয়াজের পর উষ্ণতম স্থানগুলো ছিল যথাক্রমে উমিদিয়েহ (৫০.২ ডিগ্রি), অবাদান (৪৯.৮ ডিগ্রি) ও মাসজেদ সোলেইমান (৪৯ ডিগ্রি)। এরপরই তালিকায় ছিল মিশরের আসওয়ান, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৮.৬ ডিগ্রি সেলসিয়াস।
তথ্য অনুযায়ী, আজ ইরান, কুয়েত ও সৌদি আরবের আরও কয়েকটি এলাকায় বিশ্বের উষ্ণতম স্থানের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এগুলো হলো- ইরানের খুজিস্তানের দেজফুলের সাফিয়াবাদ (৪৮.৪ ডিগ্রি), কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক বিমানবন্দর (৪৮ ডিগ্রি)।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, গত কয়েক বছর ধরেই খুজেস্তান প্রদেশ বিশ্বের সবচেয়ে গরম অঞ্চল হিসেবে পরিচিতি পেয়ে আসছে। ২০১৭ সালে আহওয়াজে রেকর্ড করা হয়েছিল ৫৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যা এখন পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হিসেবে স্বীকৃত। ২০২০ সালে সেখানে তাপমাত্রা উঠেছিল ৫১.৫ ডিগ্রিতে, আর গত বছর রেকর্ড করা হয়েছিল ৫২ ডিগ্রি সেলসিয়াস।
ইরানের আবহাওয়া অধিদপ্তরের জাতীয় পূর্বাভাস ও দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র সতর্ক করে জানিয়েছে, দেশে গ্রীষ্মকালীন আবহাওয়ার ধারা এবং তাপপ্রবাহের প্রভাব অব্যাহত রয়েছে এবং মঙ্গলবার (১৯ আগস্ট) থেকে অধিকাংশ এলাকায় আরও বেশি গরম পড়বে। এই তাপপ্রবাহ আগামী সপ্তাহের শুরু পর্যন্ত স্থায়ী হতে পারে।
পারস্য উপসাগরের মরুভূমি সংলগ্ন খুজেস্তান প্রদেশে গত ১০ বছরে গড় তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই প্রবণতা ভবিষ্যতে আরও বাড়বে।