ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

একদিন এশিয়ানরা ব্রিটেনকে নেতৃত্ব দেবে: ক্যামেরন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৮, নভেম্বর ৬, ২০১৪
একদিন এশিয়ানরা ব্রিটেনকে নেতৃত্ব দেবে: ক্যামেরন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন

ঢাকা: খুব শিগরিগই ব্রিটেনের শাসনের হাল কোনো এশীয় ধরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

বুধবার জিজি২ লিডারশিপ সম্মেলনে এক ভাষণে ক্যামেরন বলেন, একদিন ব্রিটেনের প্রধানমন্ত্রীর নামের তালিকায় আমি কোনো ব্রিটিশ-এশিয়ান নাম শুনতে চাই।



২০১৫ সালের মে মাসে অনুষ্ঠেয় ব্রিটিনের সাধারণ নির্বাচনকে সামনে রেখে এমন কথা বললেন ক্যামেরন।

তিনি বলেন, ব্রিটেনের আজ যা কিছু সফলতা তার পেছনে প্রতিটি কমিউনিটির হাত রয়েছে। কিন্তু নেতৃত্ব পর্যায়ে যতজন রয়েছেন সেটি যথেষ্ট নয়। সংখ্যালঘু পরিবার থেকে খুব অল্প লোকই শীর্ষ পর্যায়ে উঠে আসছেন।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।