ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

বেনগাজিতে সংঘর্ষে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৩, নভেম্বর ৪, ২০১৪
বেনগাজিতে সংঘর্ষে নিহত ১৩

ঢাকা: লিবিয়ার বেনগাজিতে সেনাবাহিনী ও সশস্ত্র যোদ্ধাদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে আল-জাজিরা এ কথা জানায়।

স্থানীয়রা জানান, সোমবার বেনগাজির বন্দরের কাছে দুই গ্রুপের সংঘর্ষে ওয়ারপ্লেন ও ট্যাংক ব্যবহার করা হয়।

বার্ত‍া সংস্থা রয়টার্স জানায়, বন্দর থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। গুলির শব্দও শোনা গেছে।

ক্ষমতা ও তেল নিয়ে দেশটির সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মর গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করা বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনী সংঘর্ষ এখন নিত্যদিনের ঘটনা।

এদিকে রেডি ক্রিসেন্ট জানায়, তারা সংঘর্ষপূর্ণ বন্দর এলাকা থেকে ৫৩ বিদেশী কর্মীকে সরিয়ে নিয়েছেন। এছাড়া বন্দরের কাছে একটি হাসপাতালে আটকে পড়া ১৪ রোগীকেও স্থানান্তর করা হয়েছে।

আল-জাজিরা জানায়, বিদ্রোহীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান শুরুর পর এখন পর্যন্ত ২৪৩ জন নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।