ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

২৪ ঘণ্টার মধ্যে

বিদেশি ব্যাংকে ভারতীয়দের হিসাব প্রকাশের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৮, অক্টোবর ২৮, ২০১৪
বিদেশি ব্যাংকে ভারতীয়দের হিসাব প্রকাশের নির্দেশ

ঢাকা: যেসব ভারতীয় নাগরিকের বিদেশি ব্যাংকে অ্যাকাউন্ট (হিসাব) রয়েছে ২৪ ঘণ্টার মধ্যে তাদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। মঙ্গলবার আদালতের পক্ষ থেকে সরকারের প্রতি এমন নির্দেশনা আসে।

খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির।

ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তাদের নির্বাচনী ইশতিহারে বিদেশি ব্যাংকে যেসব ভারতীয়র টাকা জমা রয়েছে, তাদের নাম প্রকাশ করার প্রতিশ্রুতি দেয়। দুর্নীতি কমাতে দলটি বিদেশি ব্যাংকে জমা থাকা শত শত কোটি টাকা ফিরিয়ে আনারও প্রতিশ্রুতি দিয়েছিল সে সময়।

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কালোটাকার আমানতকারীদের নাম প্রকাশে দেরি করায় বিরোধীরা সমালোচনা শুরু করে। এরপর গতকাল প্রথমবারের মতো সুইস ও অন্যান্য ব্যাংকে কালোটাকা রাখার জন্য বিচারাধীন আট ব্যক্তির নাম প্রকাশ করে সরকার।

এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী অরুন জেটলি বলেন, আদালতের এই রায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তালিকা প্রকাশ করা হবে। তবে জনসাধারণের সামনে তালিকা প্রকাশ করা হবে কিনা সেটা আদালত নির্ধারণ করবেন।

এদিকে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতজি বলেন, তালিকায় ৬শ’ নাম রয়েছে। আদালতের কাছে আমরা নামগুলো জমা দেব। আদালত তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

বিখ্যাত আইনজীবী রাম জেথমালানির পিটিশনের প্রেক্ষিতে ২০০৯ সাল থেকে সুপ্রিম কোর্ট কালোটাকার তদন্তের বিষয়টি মনিটরিং করছেন।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।