ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

দিল্লি চিড়িয়াখানায় বাঘের থাবায় ছাত্রের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৫, সেপ্টেম্বর ২৩, ২০১৪
দিল্লি চিড়িয়াখানায় বাঘের থাবায় ছাত্রের মৃত্যু

ঢাকা: দিল্লি চিড়িয়াখানায় বাঘের থাবায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।



মঙ্গলবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ওই ছাত্রের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, বাঘের খাঁচাটি নিচু হওয়ায় ওই ছাত্র স্লিপ করে খাঁচার ভেতরে পড়ে যায়। আর মুহূর্তেই সাদা রঙের একটি বাঘ আক্রমণ করলে ওই কলেজ ছাত্রের মৃত্যু হয়।  

চিড়িয়াখানায় পর্যাপ্ত নিরাপত্তা ও জনবলের অভাবে ওই ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন অনেকে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।