ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মিশরে সামরিক প্লেন বিধ্বস্ত, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৩, সেপ্টেম্বর ২১, ২০১৪
মিশরে সামরিক প্লেন বিধ্বস্ত, নিহত ৭ ছবি: সংগৃহীত

ঢাকা: মিশরে সামরিক প্লেন বিধ্বস্ত হয়ে সাত আরোহী নিহত হয়েছেন। মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আহরাম  অনলাইন এ খবর জানিয়েছে।

আহত হয়েছেন আরো একজন।

মিশরের দক্ষিণ কায়রোর ফায়উম শহরের কাম আশিম শহরে প্লেনটি বিধ্বস্ত হয়।

রাষ্ট্রীয় টিভি চ্যানেল ওয়ান জানায়, প্রশিক্ষণ কর্মসূচি চলাকালীন সময়ে হঠাৎ ‘যান্ত্রিক সমস্যার’ কারণেই প্লেনটি বিধ্বস্ত হয়। তবে প্লেনটি কি ধরনের বা কতজন যাত্রী ছিল সে সম্পর্কে প্রাথমিকভাবে কিছুই জানা যায়নি।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ ঘটনাতদন্তে কমিটি গঠন করার নিদের্শ দিয়েছেন।

এর আগে গত জানুয়ারিতে সেনাবাহিনী হেলিকপ্টার বিধ্বস্ত হয়। সেবারও যান্ত্রিক কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।