ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

হাইনেসের শিরশ্ছেদ ‘শয়তানের কাজ’: ক্যামেরন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৯, সেপ্টেম্বর ১৪, ২০১৪
হাইনেসের শিরশ্ছেদ ‘শয়তানের কাজ’: ক্যামেরন ডেভিড ক্যামেরন / ছবি: সংগৃহীত

ঢাকা: অপহৃত ব্রিটিশ নাগরিক ডেভিড হাইনেসের (৪৪) শিরশ্ছেদের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এ ঘটনাকে তিনি ‘শয়তানের কাজ’ বলে অভিহিত করেছেন।



ইরাকের সুন্নি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সদস্যরা হাইনেসের শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করেছে।

বাংলাদেশ সময় রোববার ভোর রাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এমনই সংবাদ প্রকাশ করেছে।

এদিকে, এ ভিডিও’টি দ্রুতই তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত বছর (২০১৩) সালের মার্চ মাসে সিরিয়ায় সাহায্য বিতরণকালে আইএসের হাতে ডেভিড হাইনেস নামে ওই ব্রিটিশ নাগরিক অপহৃত হন। এরপর আইএস সদস্যরা তাকে বন্দি করে রাখে। বিভিন্ন সময় তাকে ছেড়ে দিতে মুক্তিপণও দাবি করে তারা।

যুক্তরাষ্ট্র তাদের ওপর হামলা বন্ধ না করলে তাকেও হত্যার হুমকি দেয় আইএস। তবে অবশেষে তাকেও শিরশ্ছেদ করা হলো।

এরআগে দুই সাংবাদিক ও এক কুর্দি সদস্যের শিরশ্ছেদ করে আইএস।

** আইএসের হাতে শিরশ্ছেদ ডেভিড হাইনেসের ভিডিও প্রকাশ (ভিডিও)



বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।