ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

তেলেঙ্গানায় লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৭, আগস্ট ২০, ২০১৪
তেলেঙ্গানায় লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

ভারতের তেলেঙ্গানা রাজ্যের মাহবুবনগর জেলায় চলন্ত লরি ও অটোরিকশার  মুখোমুখি সংঘর্ষে ছয়জন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় একইসঙ্গে তিনজন শিশু গুরুতর আহত হয়।



বুধবার রাজ্যের মাহবুবনগর জেলায় স্থানীয় সময় সকাল ‍সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।

তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ থেকে ভারী লরিটি জেলার রাইচুর নামক স্থানে পৌঁছালে যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছয় যাত্রী নিহত হন বলে তেলেঙ্গানা পুলিশ জানায়।

দুর্ঘটনায় আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।