ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

১৩ ঘুমন্ত মানুষের ওপর গাড়ি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৮, আগস্ট ১৮, ২০১৪
১৩ ঘুমন্ত মানুষের ওপর গাড়ি!

ঢাকা: ১৩ জন উদ্বাস্তু লোক ঘুমুচ্ছিলেন দিল্লির উন্মুক্ত রাস্তার ডিভাইডারে। এই ১৩ জনের ওপর দিয়েই গাড়ি চালিয়ে দিলেন এক চালক।

এতে একজনের মৃত্যুও হয়েছে। হাসপাতালে কাতরাচ্ছে বাকি ১২ জন।

সোমবার ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ‘মাহিন্দা ঝাইলো’ ব্র্যান্ডের ওই প্রাইভেটকার চালককে আটক করেছে পুলিশ। তার গাড়িটিও জব্ধ করা হয়েছে।

মাতাল চালকের পরিচয় দিয়ে পুলিশ জানিয়েছে, মাতাল চালক হলেন দিল্লির ভূমি ব্যবসায়ী ঋষি কুমার (৩০)।

পুলিশ জানায়, রোববার রাতের ন্যাক্কারজনক দুর্ঘটনার সময় ঋষির সঙ্গে একজন নারী স্বজনও ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।