ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকের সবচেয়ে বড় বাঁধে মার্কিন বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৬, আগস্ট ১৬, ২০১৪
ইরাকের সবচেয়ে বড় বাঁধে মার্কিন বিমান হামলা

ঢাকা: ইরাকের উত্তরাঞ্চলে অবস্থিত দেশটির সবচেয়ে বড় বাঁধ মসুল ড্যামে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

শনিবার চালানো এ হামলায় নিহত হয় কমপক্ষে ১৫ আইএস জঙ্গি।

এছাড়া ইরাকি কুর্দিস্তানের সিনজার পর্বতমালা সংলগ্ন আইএস এর অবস্থান লক্ষ্য করেও হামলা চালায় মার্কিন জঙ্গি বিমান।

ওই এলাকায় সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ রয়েছে আইএস জঙ্গিদের।

সম্প্রতি ইরাকের বিস্তীর্ণ উত্তরাঞ্চলীয় এলাকা সহ সিরিয়ার উল্লেখযোগ্য অংশের দখল নেয় ইসলামিক স্টেট।

পরবর্তীতে কুর্দিস্তানের রাজধানী আরবিল এবং ইরাকের রাজধানী বাগদাদ দখলে নিতে অভিযান শুরু করে জঙ্গিরা।

আইএসের এই অগ্রাভিযান ঠেকাতে জঙ্গি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।