ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

প্রথম বিশ্বযুদ্ধের শত বছর পালন করছে ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৯, আগস্ট ৪, ২০১৪
প্রথম বিশ্বযুদ্ধের শত বছর পালন করছে ব্রিটেন

ব্রিটেনে পালিত হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের শততম বর্ষ। ২৮ জুলাই ১৯১৪ সালে শুরু হওয়া বিশ্বযুদ্ধে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করে ১৪ আগস্ট ১৯১৪ সালে।



শক্তির আধিপত্যকে কেন্দ্র করে ইউরোপের দুটি বলয়ের মধ্যে সংগঠিত এই যুদ্ধে ১ কোটি ৭০ লাখের বেশি লোক নিহত হয়।

বিশ্বের ইতিহাসে অন্যতম রক্তক্ষয়ী সংঘর্ষ হিসেবে বিবেচনা করা হয় প্রথম বিশ্বযুদ্ধকে।    

এ উপলক্ষে বিশ্বনেতারা সোমবার ব্রিটেনে এক অনুষ্ঠানে একত্রিত হতে যাচ্ছে।   মূলত যুদ্ধটা বেধেছিল দুটি মিত্রশক্তির মধ্যে যার একটি ছিল যুক্তরাজ্য, ফ্রান্স ও রাশিয়াকে নিয়ে। অন্যটি জার্মানি, অস্ট্রিয়া ও হাঙ্গেরিকে নিয়ে গঠিত হয়েছিল। ইতালি ট্রিপল অ্যালায়েন্সের অংশ হলেও যুদ্ধে যোগ দেয়নি।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।