ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

গরিবী হঠাও সরকার রেলে ভাড়া বাড়ালো ১৪ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৬, জুন ২০, ২০১৪
গরিবী হঠাও সরকার রেলে ভাড়া বাড়ালো ১৪ শতাংশ

ঢাকা: ভারতে এক লাফে প্রায় ১৪ শতাংশ বাড়ানো হচ্ছে রেলের ভাড়া। রেলের ভাড়াবৃদ্ধির এ সিদ্ধান্তকে ভারতবাসীর জন্য মোদী সরকারের নতুন উপহার হিসেবে বিবেচনা করা হচ্ছে।



কার্যত মোদী সরকার শপথ গ্রহণের মাত্র ১ মাসের মাথায় রেলের ভাড়া বৃদ্ধির এ সিদ্ধান্ত এলো।

নির্বাচনের আগে বিভিন্ন রাজ্যে কর কমানো ও ঋণ মওকুফের প্রতিশ্রতি দেওয়া নরেন্দ্র মোদীর এমন সিদ্ধান্তে তাই অনেকটাই আক্কেলগুড়ুম মেহনতি জনতার।

নির্বাচন পূর্ব প্রায় সব প্রতিশ্রুতিতেই গরীববান্ধব সরকার গড়ার অঙ্গীকার ছিলো মোদীর। কিন্তু ভারতের গরীব ও মধ্যবিত্তদের প্রথম ও প্রধান পছন্দের বাহন রেলের ভাড়া উল্লেখযোগ্যহারে বৃদ্ধির সিদ্ধান্ত মোদীর সেবব প্রতিশ্রুতিতে যে কলঙ্ক লেপে দিলো তাতে কোন সন্দেহ নেই।

ভারতীয় মিডিয়াগুলোর খবরে জানা যায়, রেলের ভাড়া বৃদ্ধির এমন সিদ্ধান্তে দেশজুড়ে অসন্তোষ ছড়িয়ে পড়ছে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জুন ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।