ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

বয়ফ্রেন্ড ৩১, গার্লফ্রেন্ড ৯১!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫১, জুন ৬, ২০১৪
বয়ফ্রেন্ড ৩১, গার্লফ্রেন্ড ৯১!

ঢাকা: ভালোবাসতে নাকি বয়স লাগে না! লাগবেই-বা কেন! ভালোবাসা তো সব কিছুর ঊর্ধ্বে, এ কথাটি এবার প্রমাণ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আগুস্টার কেইল জোন নামে এক তরুণ।  

কেইল জোনের বয়স এখন ৩১।

আর এই বয়সে অসম বয়সী দুই-দুটো গার্লফ্রেন্ডকে একসঙ্গে সামাল দেন তিনি। তাদের একজনের বয়স ৬৫ ও অন্যজনের বয়স ৯১ বছর।   

কেইল ৬৫ ও ৯১ বয়সী দুই-দুইজন গার্লফ্রেন্ডকে ভালোবেসে প্রমাণ করেছেন ভালোবাসার কোনো বয়স নেই! কেইল জোনের ৯১ বয়সী গার্লফ্রেন্ডের নাম মারজোরিয়া ম্যাকল। আর ৬৮ বছরের গার্লফ্রেন্ডের নাম অ্যান্না রোনাল্দ।

এ বিষয়ে কেইল বলেন, আমি কখনোই আমার বয়সী কোনো নারীর সঙ্গে ডেটিং করিনি।

তার পছন্দ বয়সী নারী এবং তাদের বয়স হবে ৬০ কিংবা ৬৫ বছরের বেশি।

তিনি জানান, অসম বয়সী ভালোবাসায় তার মা কোনো ধরনের বাধই সাধেননি। বরং ছেলের এমন কর্মকাণ্ডে তিনি নাকি দারুণ উল্লসিত!



বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জুন ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।