ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:১৫, জুন ৬, ২০১৪
ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন সুমিত্রা মহাজন

ঢাকা: ভারতীয় জনতা পার্টি’র নেত্রী সুমিত্রা মহাজন হতে যাচ্ছেন ভারতের ১৬তম সংসদ বা লোকসভার স্পিকার।

গত বৃহস্পতিবার তার নাম প্রস্তাব করা হয় প্রধানমন্ত্রী নরেস্দ্র মোদীসহ দলটির সিনিয়র নেতাদের তরফ থেকে।

শুত্রুবার আনুষ্ঠানিক নির্বাচন।

শুধু সরকারি দলই নয়, বিরোধী দলগুলোরও সায় রয়েছে সুমিত্রার প্রতি।

বিরোধীদলের যে ১৯ জন নেতার সায় রয়েছে সুমিত্রার প্রতি তাদের মধ্যে রয়েছেন ভারতীয় কংগ্রেসের সংসদনেতা মল্লিকার্জুন খারগে, তৃণমূল কংগ্রেসের নেতা সুদীপ বন্দোপাধ্যায়, বিজেডি নেতা বি মাহতাব, এসপি নেতা মুলায়েম সিং যাদব, এনসিপি নেতা সুপ্রিয়া সুলে এবং সিপিএম নেতা মোহাম্মদ সালিপ।

বাহাত্তর বছর বয়সী সুমিত্রা মহাজন এই নিয়ে মোট আটবার লোকসভার নির্বাচনে নির্বচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, জুন ৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।